নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ২৭,ডিসেম্বর :: পূর্ব বর্ধমান জেলার কালনা কাটোয়ার STKK রোডের তুলসী ডাঙ্গার কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু ৩ জনের।গুরুতর আহত ১ জন | আশঙ্কাজনক অবস্থায় আহত ওই যুবকের কালনা মহকুমা হসপিটালে চিকিৎসা চলছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাঁশদহ বিলের পাড়ে চলা খাল বিল চুনো মাছ ও পিঠে পুলি উৎসব দেখে একটি বাইকে থাকা দুজন ফিরছিলেন, এমন সময় অপরদিক থেকে আসা আরেকটি বাইকের মুখোমুখি সংঘর্ষে, গুরুতর জখম হন চারজন।
কালনা মহকুমা হসপিটালে বৃহস্পতিবার রাতে তাদের নিয়ে এলে ৩ জনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। তবে মৃতদের পরিচয় এখনো পর্যন্ত সঠিক ভাবে জানা যায়নি।
আহত ওই ব্যক্তির নাম বিক্রম বিশ্বাস। বর্তমানে কালনা হসপিটালে চিকিৎসাধীন সে। উল্লেখ্য দীপাবলীর রাতে নাদনঘাট থানা এলাকায় চারজন এবং রাস উৎসবের রাতেও দুজন বাইক আরোহীর পথ দুর্ঘটনায় মৃত্যু হয়। ফের পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু।