নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: সোমবার ১৩,জানুয়ারি :: পূর্ব বর্ধমান জেলার কালনার পুরাতন বাসস্ট্যান্ডে আয়োজিত খাদ্য ও পিঠেপুলি উৎসবে শেষ দিনে অতিরিক্ত ভিড়ের চাপে বিশৃঙ্খলা। জনতাকে সামাল দিতে পুলিশের লাঠি উঠিয়ে তাড়া ।
একই সাথে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে জখম ১০। দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় দুজন মহিলাকে অন্যত্র স্থানান্তরই করা হয় কালনা মহকুমা হসপিটাল থেকে।
জানা গিয়েছে এদিন রবিবার আনুমানিক রাত সাড়ে নটা নাগাদ জোজো এবং মুম্বাই খ্যাত পলক মুচ্ছালের শো উপলক্ষে প্রচুর জনতার ভিড় হয়েছিল মাঠে, ভীড় সামলাতে হিমশিম খেতে হচ্ছিল পুলিশ কে, ফলে বাধ্য হয়েই পুলিশকে লাঠি উছিয়ে তাড়া করতে হয়।
অন্যদিকে ভিড়ের চাপে ঠেলাঠেলিতে পদপৃষ্ট হন বেশ কয়েকজন। বর্তমানে পাঁচজন মহিলা ও একজন যুবক ৬ জন কালনা মহকুমা হসপিটালে ভর্তি রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়।
এ প্রসঙ্গে উৎসবের মূল উদ্যোক্তা দেবপ্রসাদ বাগ তিনি সোমবার আনুমানিক রাত বারোটা পনেরো নাগাদ কালনা মহকুমা হসপিটালে আহতদের দেখতে গিয়ে জানান যা ঘটনা ঘটেছে সবটাই বাইরে। আজকে এদের দেখতে এসেছি যে রকম ভাবে সাহায্য করার দরকার সমস্তটাই করব।