নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: সোমবার ২৮,এপ্রিল :: পূর্ব বর্ধমান জেলার কালনা যোগীপাড়া এলাকায় জন্মদিনে নেমন্তন্ন করে ডেকে মদের আসরে এক যুবককে গলায় কোপ দিয়ে খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত । ধৃতের নাম পাপাই ঘোষ।
গলায় কোপ দেওয়া আহত অবস্থায় কালনা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন আহত ওই যুবক অমরেশ্বর দে।অমরেশ্বর দে অভিযোগ করে জন্মদিনের নেমন্তন্ন করে মদের আসরে তার বাবা এবং স্ত্রীর সহযোগিতায় পাপাই ঘোষ তাকে খুন করার চেষ্টা করে।
অমরেশ্বর দের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত যুবক সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। সে বলে, তার বউয়ের কাছ থেকে এক লাখ টাকা নিয়েছে অমরেশ্বর সেই টাকা নিয়ে এই কান্ড ঘটিয়েছে সে।
টাকার জন্য সবকিছু করতে পারে,এমনকি এই ঘটনার পরেও অভিযোগকারীর দাদা টাকা চেয়েছিল অভিযুক্তের কাছে এমনটাও দাবী করে সে।