নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: শনিবার ১৫,নভেম্বর :: পূর্ব বর্ধমানের পূর্বস্থলী উত্তর বিধানসভা এলাকার কালেকাতলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলগাছি গ্রামের ভোটাররা বর্তমানে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন।
অনলাইনে তন্নতন্ন করে খুঁজেও ২০০২ সালের ভোটার তালিকা না পাওয়ায় অনেকেই এনুমারেশন ফর্ম পূরণ করতে পারছেন না। ফলে আতঙ্ক ছড়িয়েছে পুরো বুথ জুড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলগাছি ২৫৯ নম্বর বুথে প্রায় ৯৪৬ জন ভোটার রয়েছেন। বিএলও স্বাতী মজুমদার প্রত্যেকের বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম পৌঁছে দিলেও অনলাইনে ২০০২ সালের ভোটার তালিকার লিংক না থাকায় কেউই ফর্ম পূরণ করতে পারছেন না।
অন্যদিকে, পূর্বস্থলী দু’নম্বর ব্লকের বিডিওর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদমাধ্যমের কাছে কোনও মন্তব্য করতে রাজি হননি।

