পূর্ব বর্ধমান জেলার কেতুগ্ৰামে দুর্গা পুজোর শেষ দিনে দুর্গা মন্দিরে চুরি।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ১২,অক্টোবর :: পূর্ব বর্ধমান জেলার কেতুগ্ৰামে দুর্গা পুজোর শেষ দিনে দুর্গা মন্দিরে চুরি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। গত কয়েকদিন ধরে উৎসব মুখরিত হয়ে রয়েছে আপামর বাঙালি।

কিন্তু এরই মধ্যে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার পাঁচুন্দি গ্রামের শতাব্দী প্রাচীন চ্যাটার্জী বাড়ীর দুর্গা মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। জানা যায় শনিবার সকালে পরিবারের সদস্য অরূপ চ্যাটার্জী এই বিষয়টি প্রথম লক্ষ্য করেন।

তারপর বিষয়টি জানাজানি হতেই মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় শুক্রবার রাত ১ টা নাগাদ মন্দিরের তালা ভেঙে এক ব্যাক্তিকে মন্দিরে প্রবেশ করতে ও প্রতিমার সমস্ত অলঙ্কার খুলতে দেখা যায়। পরিবারের তরফ থেকে দাবি করা হয় প্রতিমার গায়ের সমস্ত গহনাই চুরি হয়ে গেছে । যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা।

এই বিষয়ে কেতুগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কেতুগ্রাম থানার পুলিশ এবং গোটা ঘটনার তদন্তে নেমেছে কেতুগ্রাম থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − fifteen =