নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ১,মে :: পূর্ব বর্ধমান জেলার গর্ব সর্বমঙ্গলা মন্দির এবার স্থান করে নিল দেশের ডাক টিকিটে।
ভারত সরকারের ডাক বিভাগ বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরকে ঘিরে একটি বিশেষ স্মারক ডাক টিকিট প্রকাশ করলো বুধবার। যা জেলার ইতিহাস ও ঐতিহ্যের পক্ষে এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
সর্বমঙ্গলা মন্দির ট্রাস্ট বোর্ডের সদস্য সঞ্জয় ঘোষ বলেন, “আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়েছিলাম যাতে সর্বমঙ্গলা মন্দিরকে জাতীয় পর্যায়ে তুলে ধরা যায়। অবশেষে ডাক বিভাগের এই সিদ্ধান্ত আমাদের গর্বিত করেছে।
পূর্ব বর্ধমান জেলার মানুষ এদিন সত্যিই আনন্দিত। এটি কেবল একটি মন্দির নয়, আমাদের সংস্কৃতি, ইতিহাস ও লোকবিশ্বাসের প্রতীক।”
তিনি আরও জানান, “এই ডাক টিকিট ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের ঐতিহ্য সম্পর্কে সচেতন করবে এবং সর্বমঙ্গলা মন্দিরের মাহাত্ম্য আরও ছড়িয়ে পড়বে সারা দেশে। আমরা ডাক বিভাগের আধিকারিকদের আন্তরিক ধন্যবাদ জানাই এই ঐতিহাসিক পদক্ষেপের জন্য।”