পূর্ব বর্ধমান জেলার গলসির এক ব্লকের তৃণমূলের প্রাক্তন ও বর্তমান ব্লক সভাপতির দ্বন্দ্বের জেরে তৃণমূলেরই দলীয় কার্যালয়ে মঙ্গলবার রাতে লাগলো ভয়াবহ আগুন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ২৭,নভেম্বর :: পূর্ব বর্ধমান জেলার গলসির এক ব্লকের তৃণমূলের প্রাক্তন ও বর্তমান ব্লক সভাপতির দ্বন্দ্বের জেরে তৃণমূলেরই দলীয় কার্যালয়ে মঙ্গলবার রাতে লাগলো ভয়াবহ আগুন। তৃণমূলের পার্টি অফিসে ভয়াবহ আগুন নেপথ্যে গোষ্ঠী কোন্দলের অভিযোগ।

জানা গেছে গাছ কাটা কে কেন্দ্র করে প্রাক্তন ব্লক সভাপতি জাকির হোসেন ও বর্তমান ব্লক সভাপতি জনার্দন চ্যাটার্জির দ্বন্দ্ব। এলাকার ডিভিসি খালের বেশ কিছু গাছ জাকির হোসেনের অনুগামীরা কেটে ফেলে, আর সেই গাছ কাটার অভিযোগ ভিডিওর কাছে যায় বর্তমান ব্লক সভাপতি জনার্দন চ্যাটার্জির অনুগামী দ্বারা।

কেন অভিযোগ করবে, সেই বিষয় তুলে জনার্দন চ্যাটার্জির অনুগামীদের মারধরের অভিযোগ ওঠে জাকির হোসেনের অনুগামীদের বিরুদ্ধে। এরপরই জাকির হোসেনের ওঠাবসা করা দলীয় কার্যালয়ে লাগল আগুন। দলীয় কার্যালয়ে আগুন লাগার পরই শর্ট সার্কিট হয়ে যায়, আর তাতে বিকট শব্দে এলাকার ছাড়া হয় বেশ কিছু স্থানীয় বাসিন্দারা।

ঘটনাস্থলে পৌঁছায় গলসির বিশাল পুলিশ বাহিনী সহ দমকলের ইঞ্জিন। এক ঘন্টার আপ্রাণ প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আছে আগুন। রাতের অন্ধকারে দাও দাও করে জ্বলছে তৃণমূলের দলীয় কার্যালয় ব্যাপক আলোড়ন পূর্ব বর্ধমানের গলসির পুরসাতে। কিভাবে আগুন লাগল তা নিয়ে এলাকায় রাজনৈতিক মহল সরগরম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 2 =