নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গলসি :: রবিবার ১১,জানুয়ারি :: পূর্ব বর্ধমান জেলার গলসি–২ ব্লকের মসজিদপুর থেকে আগ্রাহাটির মহড়া পর্যন্ত সদ্য নির্মিত পিচের রাস্তা নিয়ে এলাকায় চরম অসন্তোষ ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ এই রাস্তা নির্মাণে প্রায় এক কোটি টাকা সরকারি অর্থ বরাদ্দ থাকলেও কাজ শেষ হতে না হতেই রাস্তার ভগ্নদশা প্রকাশ্যে চলে এসেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অতি নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হয়েছে।
কোথাও পিচ উঠে যাচ্ছে, কোথাও আবার পিচের বদলে শুধু পাথর দেখা যাচ্ছে। গ্রামবাসীদের দাবি, সামান্য চাপ বা আঘাতেই রাস্তা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, যা স্পষ্টভাবে নির্মাণে গাফিলতি ও দুর্নীতির ইঙ্গিত দিচ্ছে। এই পরিস্থিতিতে মসজিদপুর ও আগ্রাহাটির মহড়া গ্রামের মানুষ ক্ষোভে ফেটে পড়েন।
তাঁরা বিষয়টি দ্রুত জানিয়ে দেন ডাবলু বি এস আর ডি (WB SRD) দপ্তরে। অভিযোগের ভিত্তিতে রাস্তা পরিদর্শনে আসেন দপ্তরের এক ইঞ্জিনিয়ার। তার সামনেই গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করে নিম্নমানের রাস্তা তুলে নতুন করে মানসম্মত রাস্তা নির্মাণের দাবি জানান।

