পূর্ব বর্ধমান জেলার জামালপুরের দত্তপাড়া এলাকার রাস্তা নির্মাণে বাধা দিল সোমবার গ্রামবাসীরা ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ১১,সেপ্টেম্বর :: পূর্ব বর্ধমান জেলার জামালপুরের আবুঝহাটি ২ নম্বর অঞ্চলের দত্তপাড়া এলাকার রাস্তা নির্মাণে বাধা দিল সোমবার গ্রামবাসীরা । এলাকার মানুষের কথায় জানা যায়, গত দু’বছর আগে দত্তপাড়া দূর্গা তলা থেকে মির্জাপুর পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তা গত দু’বছর আগে ঢালাই করা হয় ।

গতকাল ওই ঢালাই রাস্তাটি পুনরায় প্রথশ্রী প্রকল্পের মাধ্যমে কন্ট্রাকটর নির্মাণ করতে এলে এলাকার মানুষের বিক্ষোভের মুখে পড়ে । তাদের দাবি এই রাস্তা দু’বছর আগে ঢালাই কার্যসম্পন্ন হলেও খুবই নিম্নমানের কাঁচামাল সামগ্রী দিয়ে তৈরি করার ফলে রাস্তাটি চলার অযোগ্য হয়ে পড়েছে। তাই এলাকার মানুষের দাবি এই রাস্তাটি ঢালাই না করে পিচ দিয়ে তৈরি করলে মানুষের চলার উপযুক্ত হবে।

গতকাল যে সমস্ত কাঁচামাল রাস্তার পাশে রাস্তা তৈরির জন্য রাখা হয়েছিল তার গুণগতমান খুবই নিম্নমানের বলে এলাকার মানুষ জানিয়েছেন। তাই তাদের দাবি মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প পথশ্রী প্রকল্পের মাধ্যমে তাদের গ্রামের রাস্তা পিচ রাস্তায় পরিণত হোক । এ বিষয়ে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − six =