নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ১৭,নভেম্বর ::রাস উৎসবের নাম শুনলে মাথায় আসে নদীয়া জেলার নবদ্বীপ,শান্তিপুরের কথা। তবে পূর্ব বর্ধমান জেলার দাঁইহাটের রাস উৎসবও কোনও অংশে কম যায়না। দাঁইহাট এলাকায় জাঁকজমক ভাবে রাস উৎসব পালিত হয়। বাংলার লোক উৎসব দাঁইহাটের রাসযাত্রা।
এই রাস উৎসবকে কেন্দ্র করে জমজমাট দাঁইহাট শহর। এই রাস উৎসবের সূচনা প্রায় ৩৫০ বছরের পূর্বে। তবে সে সময় পট পুজোর মাধ্যমে বিভিন্ন পূজা অনুষ্ঠিত হতো,পরবর্তী সময়ে সময়ে সেই পূজা বদলায় মূর্তিতে। রাস উৎসবে ছোট বড় মিলিয়ে রয়েছে একাধিক নানা পূজা। প্রথমদিকে পুজো হতো মা শবশিব,উগ্ৰচন্ডী,বড় কালী,গণেশ জননী সহ বিভিন্ন পূজা।
বর্তমানে পুরনো পুজোর পাশাপাশি থিম সহ বিগ বাজেটের পুজো করা হয়। এখন গণপতি,কাত্যয়নি,পাঁচ ভাই কার্তিক,মা শেরাওয়ালী,আট হাতের কালি,মহাপ্রভু,নটরাজ সহ বিভিন্ন পুজো কমিটি গুলি তারা পূজোয় অংশগ্রহণ করে। দাঁইহাটের সাহাপাড়া নাগরিক মঞ্চে শিবদূর্গা পুজো করা হয়। রাস্তার মোড়ে মোড়ে রঙিন আলোয় সাজানো হয়েছে। রাস্তার মোড়ে মোড়ে ভিড় জমায় মানুষেরা