পূর্ব বর্ধমান জেলার নবম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে মেমারি দুই ব্লকের সাতগেছিয়া স্পোর্টিং ক্লাব ময়দানে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: রবিবার ৭,ডিসেম্বর :: পূর্ব বর্ধমান জেলার নবম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে মেমারি দুই ব্লকের সাতগেছিয়া স্পোর্টিং ক্লাব ময়দানে। আগামী ৯ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এই বইমেলা। আয়োজকদের দাবি, এবছর প্রায় একশটি বুক স্টল থাকবে মেলায়। ইতিমধ্যেই জোরকদমে চলছে প্রস্তুতির কাজ।

এরই মধ্যে মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তথা মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি সরজমিনে মেলার প্রস্তুতি খতিয়ে দেখেন এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে মেলার সামগ্রিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এদিন গ্রন্থাগার মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বর্ধমান সদর এসডিও বুদ্ধদেব পান, ডিএসপি মিজানুর রহমান, মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রীতম বিশ্বাস, সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক বাণী শংকর সিংহ মহাপাত্র,

মেমারি দু’নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক কুন্তল কুমার মণ্ডল-সহ একাধিক প্রশাসনিক আধিকারিক।মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রশাসনের পক্ষ থেকে সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 3 =