নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ১৫,নভেম্বর :: পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার আইসির গাড়ির চালক বালির টাকা তুলছে, সেই খবর পেয়ে গাড়ি চালককে পাকড়াও করল তৃণমূলের বিধায়ক তপন চট্টোপাধ্যায়। তুলে দিল পুলিশের হাতে। গাড়ি চালককে আটক করেছে পুলিশ।
পুলিশ সুপার জানিয়েছেন তদন্ত শুরু হয়েছে ,রিপোর্ট পাওয়ার পরে আইনত ব্যবস্থা নেওয়া হবে। বিধায়ক তপন চট্টোপাধ্যায় জানান কয়েকজন তার কাছে অভিযোগ করে যে পূর্বস্থলী থানার আইসির গাড়ি চালক গোপাল দাস একটি হোটেলে বসে টাকা তোলে। সেই মতো পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় পৌঁছায় হোটেলে । সেখান থেকেই ধরে নিয়ে আসে আইসির চালককে।
সূত্রে খবর পূর্বস্থলী এলাকায় বালির লরি নিয়ে ঢুকতে গেলে আগে গোপালকে ফোনে জানাতে হতো। এবং তারপর গাড়ির পিছু দেড় হাজার থেকে দুই হাজার টাকা দিতে হতো। গোপাল নিজেকে পূর্বস্থলী থানার ডাক মাস্টার হিসেবে পরিচয় দিত।