নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ৩১,মার্চ :: পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীতে ফের এক বাংলাদেশি নাগরিকের হদিস মিলেছে, যিনি জাল নথির মাধ্যমে ভারতীয় ভোটার তালিকায় নাম তুলেছেন।
জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ২ নম্বর ব্লকের পারুলিয়া এলাকার সাহা পাড়ায় বসবাসরত রিংকু শীল নামে ২৬ বছর বয়সী এক যুবক আসলে বাংলাদেশের বাসিন্দা।
তার জন্ম সনদও বাংলাদেশি, যেখানে তার পদবি “শর্মা” হিসেবে উল্লেখ রয়েছে। তবে ভারতে এসে তিনি পদবি পরিবর্তন করে “শীল” নাম গ্রহণ করেছেন এবং ভোটার কার্ডও তৈরি করেছেন।রিংকু শীলের বোন রিয়া শীল জানিয়েছেন, তার ভাই বাংলাদেশে থাকেন, কিন্তু অবৈধভাবে এদেশে আসা-যাওয়া করেন এবং এখানকার কাগজপত্র সংগ্রহ করেছেন। তবে কীভাবে তিনি ভোটার কার্ড তৈরি করলেন, সে বিষয়ে পরিবারের কেউ কিছু জানাতে পারেননি।
এ প্রসঙ্গে স্থানীয় বিধায়ক তপন চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন যে, শুধু রিংকু শীলই নয়, তার মা মঞ্জুষা শীল ও বোন রিয়া শীলও বাংলাদেশ থেকে এসে জাল নথিপত্রের মাধ্যমে ভারতীয় ভোটার হয়েছেন। তিনি দাবি করেছেন, এই এলাকায় আরও বাংলাদেশি নাগরিক জাল কাগজপত্র বানিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন।
উল্লেখ্য, কিছুদিন আগেই পূর্বস্থলীতে ভিগুরাম দাস নামে আরও এক বাংলাদেশির সন্ধান মিলেছিল। এবার রিংকু শীলের ঘটনা প্রকাশ্যে আসায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে তদন্তের দাবি উঠেছে।