নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ২০,নভেম্বর :: পূর্ব বর্ধমান জেলার বড়শুলে সরকারি বাসস্ট্যান্ডে নবনির্মিত দোকান ঘর তৈরিতে সরকারি নোটিশ জারি ঘটনায় চাঞ্চল্য ।ঘটনায় সমালোচনার ঝড় এলাকায়। নোটিশ টাঙ্গানো হলো বাসস্ট্যান্ডে থাকা বিভিন্ন নবনির্মিত দোকানগুলোতে।
নোটিশে উল্লেখ করা হয় বাজে সালপুর মৌজার ৭৩৮ এবং ৭৪০ দাগ দুটি পশ্চিমবঙ্গ সরকারের কমিউনিটি ডেভেলপমেন্ট এর জায়গা। উক্ত দাগ দুটি যে সকল ব্যক্তি নির্মাণ কার্যের সাথে যুক্ত তাদের উপযুক্ত কাগজ সহ সমষ্টি উন্নয়ন আধিকারিকের সাথে দেখা করতে হবে। নতুবা আইনত ব্যবস্থা নেওয়া হবে।
এই বিষয়ে বর্ধমান দুই ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবজ্যোতি দাস জানান, আমরা জানতে পারি সরকারি বাস স্ট্যান্ডে নির্মাণ কার্য হচ্ছে! আপাতত বিষয়টা জানার জন্য নোটিশ দ্বারা নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। আমরা বিভিন্ন দপ্তর মারফত খোঁজ নিয়ে দেখেছি সেটা একটা সরকারি জায়গা। যে সংস্থা বা যারা কাজ করছেন তাদের বলা হয়েছে উপযুক্ত কাগজ সহ আমার সাথে দেখা করতে।