নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ৮,ডিসেম্বর :: পূর্ব বর্ধমান জেলার ভাতারের বামুনারা গ্রামে বাবাকে পিটিয়ে খুন করলো ছেলে। ঘটনায় এলাকায় শুক্রবার তীব্র উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে ভাতার থানার পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায় যে, বাড়িতে ময়লা ফেলা নিয়ে ঝগড়া শুরু হয় বাবা বাপন মাঝির সঙ্গে তার স্ত্রী চম্পা মাঝির।

স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে তাকে নিয়ে আসে ভাতার ব্লক হসপিটালে। চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা।ঘটনাস্থলে রয়েছে ভাতার থানার বিশাল পুলিশ বাহিনী।