পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের খীরগ্রামে যোগাদ্যা মন্দিরে মেয়ে সুকন্যা নিয়ে পুজো দিতে আসেন অনুব্রত

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ১,জানুয়ারি :: পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের খীরগ্রামে যোগাদ্যা মন্দিরে মেয়ে সুকন্যা নিয়ে পুজো দিতে আসেন অনুব্রত । প্রতি বছরের মতো পৌষ মাসে বিশেষ পূজা পাঠের আয়োজন করা হয় দেবী যোগাদ্যার   মন্দিরে । পুজো পাঠের পাশাপাশি প্রায় ১০ থেকে ১৫ হাজার লোককে অন্নভোগেরও ব্যবস্থা করা হয়।

সেই বিশেষ দিনে মেয়ে সুকন্যাকে নিয়ে পুজো দিতে এলেন অনুব্রত মণ্ডল। উৎসাহিত তৃণমূল শিবির। মঙ্গলকোট ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে এমন কি ভিন জেলা থেকেও হাজার হাজার মানুষজন এসে উপস্থিত হন দেবী যোগাদ্যার মন্দিরে ‌ । সকাল থেকেই পুজো পাঠকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আটোসাটো করা হয়।

তাছাড়া কেষ্ট মন্ডল এর আগমন হিসেবে তৃণমূল কর্মী সমর্থকরা প্রচুর এসে জড়ো হয়েছিলেন মন্দির চত্বরে । স্বাগত জানানো হয় কেষ্ট মন্ডলকে এদিন ক্ষীরগ্রাম মন্দিরে। সকলের মঙ্গল কামনা দেবী যোগাদ্যার কাছে ।

পুজো দিলেন সকলের মঙ্গল কামনা করলেন অনুব্রত মণ্ডল । আগামী দিনে মঙ্গলকোট আউশগ্ৰাম সমস্ত জায়গাতেই দলীয় সংগঠন দেখবেন বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =