নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: বৃহস্পতিবার ৭,আগস্ট :: পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার পুলিশ দুই শিশু সহ এক নাবালিকা ও এক মহিলাকে উদ্ধার করে তাদের পরিবারের হাতে তুলে দিল । পুলিশ জানায় বর্ধমান নবদ্বীপ রাস্তায় নাদন ঘাট সেতু সংলগ্ন এলাকা থেকে মোট চারজনকে উদ্ধার করা হয়।
মন্তেশ্বর থানা সূত্রে জানা যায় , উদ্ধার হওয়া মহিলা মন্তেশ্বর থানার একটি গ্রামের গৃহবধূ। ওই গৃহবধূ জানিয়েছেন কিছুদিন আগে এলাকায় কাজে আসা এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। সেই যুবক ওই মহিলাকে কেরালায় মোটা টাকা কাজের প্রলোভন দেখায়।
এরপর ওই মহিলা পরিবারের কাউকে কিছু না জানিয়ে তার দুই শিশু সন্তান ও নাবালিকা বোনকে সঙ্গে নিয়ে রাতের অন্ধকারে বাড়ি থেকে বের হয় । ওই যুবক ওই গৃহবধূ মহিলাকে নাদন ঘাট সেতু সংলগ্ন এলাকায় অপেক্ষার জন্য বলে।
মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতি বলেন বিশেষ সূত্র মারফত খবর পেয়ে নাদন ঘাট সেতু সংলগ্ন এলাকা থেকই চারজনকে উদ্ধার করে নিয়ে আসা হয় মন্তেশ্বর থানায়।
আই সি বিপ্লববাবুর দাবি ওই মহিলাকে প্রলোভন দেখিয়েছিল ,নিয়ে যাওয়ার পর তাদের অসৎ কাজে লাগানো হত, এমনকি বিক্রি করে দেওয়ারও পরিকল্পনা থাকতে পারে বলে মনে হয়।