নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ১৫,ডিসেম্বর :: পূর্ব বর্ধমান জেলার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের, আহত হয়েছেন ১জন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত জয়রামপুর সংলগ্ন এলাকায়।চারচাকা গাড়ির সঙ্গে যাত্রীবাহী টোটোর সংঘর্ষে এই মর্মান্তিক পরিণতি এমনটাই জানা যাচ্ছে।
প্রাথমিক অবস্থায় আহতদের মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ১জনকে অত্যন্ত গুরুতর অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে খবর চার চাকা গাড়িটি অত্যন্ত দ্রুত যাচ্ছিল এবং তখন টোটো গাড়ির সঙ্গে ধাক্কা লাগে তাতেই এই মর্মান্তিক পরিণতি, টোটোটি কুসুম গ্রাম থেকে মন্তেশ্বর এর দিকে আসছিল, এবং চারচাকা গাড়িটি মন্তেশ্বর থেকে কুসুম গ্রামের দিকে যাচ্ছিল
সেই সময় জয়রামপুর ব্রিজের নিচে ঘটনাটি ঘটে, ঘটনাস্থলে দ্রুততার সঙ্গে পৌঁছায় মন্তেশ্বর থানার পুলিশ এবং আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয়। জানা যাচ্ছে মৃত দুই ব্যক্তির মধ্যে একজন হলেন টোটো চালক পরেশ রুদ্র ও বিশ্বনাথ রায় বয়স ৭৮ বছর।