নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ২৩,মার্চ :: পূর্ব বর্ধমান জেলার মহকুমা হসপিটালের মর্গ সংলগ্ন গেটটি বিগত ১০ দিন ধরে বন্ধ অফিস টাইমে। ফলে বিভিন্ন জায়গা থেকে হসপিটালে ময়নাতদন্তের জন্য মৃতদেহ নিয়ে এসে গেটের বাইরেই অপেক্ষা করতে হচ্ছে মৃতদেহ নিয়ে আসা পরিবারের লোকজনেদের।
এদিন পূর্বস্থলী থানা থেকে মৃতদেহ নিয়ে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হলো মৃতদেহের পরিবারকে গেটের সামনেই। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হসপিটাল কর্মীরা এসে খুলে দেয় গেটটি,
গেট খুলতে আসা হসপিটাল কর্মীকেও প্রশ্নের মুখে পড়তে হয় কেন অফিস টাইমে বন্ধ থাকবে এই গেট? প্রায় বিগত ১০ দিন ধরে কোন মৃতদেহ ময়নাতদন্তের জন্য না থাকলে এই গেটটি খোলা হচ্ছিল না।
দূর দূরান্ত থেকে হঠাৎই কোন মৃতদেহ এলে গেটের বাইরেই দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছিল মৃতের পরিবারকে। এদিন শনিবার বেলা বারোটা চল্লিশ পর্যন্ত গেটটি বন্ধ ছিল।
এ প্রসঙ্গে মহকুমা হসপিটালের সহকারি সুপার গৌতম বিশ্বাস জানান, ওই গেটটি ব্যাকসাইডে থাকার কারণে ওখানের ওয়ার্ড থেকে বেশ কিছু জিনিস বাইরে চলে যাচ্ছিল, তাই আমরা গেট থেকে বন্ধ করেছিলাম।
এরপর থেকে দশটায় গেটটি খুলে দেয়া হবে। তবে মৃতদেহ ময়নাতদন্ত হয়ে যাবার পর আবার নির্দিষ্ট সময় গেটটিকে বন্ধ করা হবে।