নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: রবিবার ৫,জানুয়ারি :: পূর্ব বর্ধমান জেলার মেমারি তালাপাতা এলাকায় গলায় ফাঁস দেওয়া এক চালকের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম নেতাই হেমব্রম, বাড়ি পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার অন্তর্গত তালপাতা এলাকায়।
জানা যায় নেতাই পেশায় গাড়ির চালক ছিলেন, তার স্ত্রী বাপের বাড়িতে দীর্ঘদিন ধরে দুই ছেলেকে নিয়ে বসবাস করে।আর স্ত্রীর সঙ্গে অশান্তির জেরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অনুমান পরিবারের।
পরিবারের লোকজন এবং স্থানীয় মানুষজনরা গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় নেতাই কে দেখতে পেয়ে, মেমারি থানায় খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ এবং নেতাই হেমব্রমকে উদ্ধার করে মেমারি গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকও মৃত বলে ঘোষণা করেন ।
পুলিশ মৃতদেহটিকে মেমারি থানায় নিয়ে আসে এবং মেমারি থানা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে।