নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: শুক্রবার ১৮,জুলাই :: পূর্ব বর্ধমান জেলার মেমারিতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর আহত আরো এক। হাম্পের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকার মানুষের।
মেমারি থানার অন্তর্গত গ্রাম দেবীপুরের ধামাস মোড়ে একটি ১১০৯ গাড়ির সাথে দুই চাকা বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। রাস্তার উপর ছিটকে পড়ে বাইক আরোহী ও তার সঙ্গী।
এলাকার মানুষ ছুটে এসে গুরুতর আহত ওই দুই বাইক আরোহীকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যু হয় এমনটাই জানা যায় ।
মৃত যুবকের নাম শুভময় মন্ডল, আহত যুবকের নাম গণেশ ক্ষেত্রপাল। তাদের বাড়ি মেমারী থানার বানেশ্বরপুরে। তবে বাইক আরোহী দুজনের মাথাতেই হেলমেট থাকলেও সংঘর্ষের তীব্রতায় হেলমেট ভেঙ্গে যায়। এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে হাম্পের দাবিতে রাস্তা অবরোধ করে।