নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: শনিবার ১৮,অক্টোবর :: দুর্ঘটনা না খুন? পূর্ব বর্ধমান জেলার মেমারিতে নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকা গাড়ী পুকুরে, স্বামী বেঁচে গেলেন, স্ত্রীর দেহ উদ্ধার পুকুর থেকে।
ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে পূর্ব বর্ধমান জেলার মেমারি গোপ গন্তার ১ অঞ্চলের ঘোষ গ্রামে শঙ্করপুর কালনা রোডের ধারে পদ্মপুকুর থেকে এক মহিলার দেহ উদ্ধার করে পুলিশ।
মৃত আসমাতারা খাতুনের মা
মৃত মহিলার নাম আসমাতারা খাতুন । বয়স আনুমানিক ৩৫ বছর। দেহ উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক আসমাতারা খাতুন কে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা যায় বর্ধমান থেকে হাটবাকশা গ্রামের দম্পতি ডাক্তার দেখিয়ে চার চাকা আল্টো গাড়িতে ফেরার পথে ঘোষের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
স্বামী মুকুল সেখ ওরফে (মফিজুল সেখ )পুকুর থেকে উঠে পরতে পারলেও স্ত্রী আসমাতারা খাতুন কে বাঁচাতে পারেননি। কিন্ত মৃত আসমা তারা খাতুন এর পরিবারের পক্ষ থেকে কাকা ও বৌদি অভিযোগ করে স্বামীর পরকীয়া সম্পর্কের কথা আসমাতারা খাতুন জেনে যাওয়ায় কারণে পরিকল্পনা করে খুন করা হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানান।
গোটা ঘটনার তদন্তের জন্য স্বামী মুকুল সেখকে আটক করেছে মেমারি থানার পুলিশ। এই ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়, মেমারি থানার পুলিশ উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করে সঠিক তদন্তের আশ্বাস দিয়েছে। পরিবার সূত্রে জানা যায় মৃত আসমাতারা খাতুনের একটি কন্যা সন্তান আছে।