নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: শনিবার ২৭, ডিসেম্বর :: বাংলাদেশে দিপু দাস নামে এক যুবককে হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পূর্ব বর্ধমান জেলার মেমারিতে একটি প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো।
হিন্দু সনাতনীদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়। এদিন সংগঠনের সদস্য ও সমর্থকেরা একটি প্রতিবাদী মিছিল নিয়ে পথে নামেন।
মিছিলটি এলএনটি বাজার থেকে শুরু করে পারিজাতনগর বাজারে এসে শেষ হয়। মিছিল শেষে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় এবং মোহাম্মদ ইউনুস এর কুশপুতুল দাহ করা হয়।
এই কর্মসূচিতে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবেশী দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও মানবাধিকার রক্ষার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন।
সংগঠনের এক সদস্য বলেন, দিপু দাস হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে

