নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: বুধবার ১১সেপ্টেম্বর :: পুজো যাতে সুষ্ঠুভাবে এবং সুশৃংখলভাবে অনুষ্ঠিত হতে পারে সে ব্যাপারে পূর্ব বর্ধমান জেলার মেমারি দু’নম্বর ব্লক অফিসে বিডিও, মেমারি থানা এবং ফায়ার ব্রিগেড এর আধিকারিকদের উপস্থিতিতে এলাকার পুজো কমিটির সদস্যদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হল ।
মূলত দুর্গাপুজোতে কি কি প্রশাসনিক নিয়ম কানুন রয়েছে, কি কি সাবধানতা অবলম্বন করতে হবে পূজা কমিটি গুলিকে এই সমস্ত বিষয় গুলি নিয়ে পুজো কমিটির সদস্যদের বার্তা দিলেন প্রশাসনিক আধিকারিকগণ।
এদিন উপস্থিত ছিলেন মেমারি দু’নম্বর ব্লকের বিডিও বিশাখা ভট্টাচার্য , যুগ্ম আধিকারিক সব্যসাচী দাস,মেমারি থানার আইসি দেবাশীষ নাগ, সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির আধিকারিক অনুপ দে, মেমারি ফায়ার ফায়ার ব্রিগেডের আধিকারিক পুলক সিংহ রায় সহ অন্যান্যরা।