নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ২৯,নভেম্বর :: পূর্ব বর্ধমান জেলার মেমারি দু’নম্বর ব্লকের অন্তর্গত বর পলাসন এক নম্বর অঞ্চলে অধীনে বিভিন্ন জায়গায় অতিবৃষ্টি ও দানা ঝরে ব্যাপক ক্ষতি হয়েছে ধান চাষে।
পূর্ব বর্ধমানের বিভিন্ন ব্লকে ধান চাষিরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন এমনকি কাঁচা সবজি যাঁরা চাষ করছেন ও বিক্রি করছেন তারাও মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন বাংলার শস্য বীমার মধ্যে দিয়ে চাষীদের ক্ষতিপূরণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে সরকারের তরফ থেকে।
মেমারি দু’নম্বর ব্লকে সকল চাষী ভাইরা যাতে সরকারি সব রকম সুবিধা পায়। সেই কারণেই পূর্ব বর্ধমান জেলার মেমারি দু’নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ও কৃষি আধিকারিক এর কাছে(৬) ছয় জনের প্রতিনিধির দল লিখিত আকারে ডেপুটেশন দিলেন।