পূর্ব বর্ধমান জেলার মেমারির সাতগেছিয়া এলাকায় দুটি বাইকের সামনা সামনি সংঘর্ষ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ২৭,ডিসেম্বর :: মেমারি দু’নম্বর ব্লকের অন্তর্গত সাতগেছিয়ায় মালডাঙ্গা মেমারি রোডে গণেশ রাইস মিল ও ক্যানেল পার সন্নিকট এই সংঘর্ষটি ঘটে বৃহস্পতিবার রাতে । একটি বাইক মেমারি থেকে মালডাঙ্গার দিকে যাচ্ছিল এবং অপরদিকে মালডাঙ্গা থেকে মেমারি দিকে যাচ্ছিল সে মতো অবস্থায় সামনাসামনি সংঘর্ষ হয় বলে সূত্রে জানা যায়।

এলাকার সাধারণ মানুষ ও সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির পুলিশের সহযোগিতায় আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য পারহাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সূত্রে জানা যায় আহতরা মন্তেশ্বর ব্লকের অধীনে সিহি গ্রাম ও ভেলিয়া গ্রামের বাসিন্দা ।। মোট তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 17 =