পূর্ব বর্ধমান জেলার রাজনীতিতে নেমে এসেছে প্রবল আলোড়ন – পুরনো একটি মারপিটের মামলায় আদালত মোট ১৯ জনকে দোষী সাব্যস্ত করে ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ২৫,মার্চ :: পূর্ব বর্ধমান জেলার রাজনীতিতে নেমে এসেছে প্রবল আলোড়ন। পুরনো একটি মারপিটের মামলায় আদালত মোট ১৯ জনকে দোষী সাব্যস্ত করে । যার মধ্যে ১৩ জনকে বিচার বিভাগীয় তদন্তের জন্য হেফাজতে নেওয়া হয়েছে ।

এদের মধ্যে মধ্যে রয়েছেন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন এবং বর্ধমান এক নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি কাকলি গুপ্ত তা,বর্ধমান ১নম্বর ব্লকের যুব সভাপতি মানষ ভট্টাচার্য এবং রায়ান ১নম্বর ব্লকের পঞ্চায়েত প্রধান কার্তিক বাগ সহ আরও অনেকে।

এই মামলা শুরু হয় ২০১৭ সালে, যখন পূর্ব বর্ধমানের বর্ধমান দুই ব্লকের বাসিন্দা সন্ধ্যা পাল অভিযোগ করেন যে, তার স্বামী দেবু পালকে পাড়াতে বসে থাকার সময় একদল মানুষ হামলা চালিয়ে গুরুতরভাবে জখম করে। তার চোখে আঘাত লাগে বলে অভিযোগ।

এই ঘটনার ভিত্তিতে ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এবং মামলাটি আদালতে ওঠে। অভিযুক্তরা জামিনে মুক্তি পান এবং সেই থেকেই ট্রায়াল চলছিল।

হঠাৎ করেই আদালত ১৩ জনকে দোষী সাব্যস্ত করে এবং দুজনকে বেকসুর খালাস ঘোষণা করে। আদালতের নির্দেশে এই ১৩ জনকে বিচার বিভাগীয় তদন্তের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার বর্ধমান আদালতে এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা গেছে। এই মামলার সরকারি পক্ষের আইনজীবী হরিদাস মুখোপাধ্যায় ,জানান ২০১৭ সালের একটি মারামারির কেস ছিল সেই কেসে ১৫ জনের মধ্যে ১৩ জনকে কাস্টডি দিয়েছে আদালত।

৩২৬ ও ৩০৭ দুটি ধারা দেওয়া হয়েছে আরও আছে তবে এই দুটো মেইন সেকশন। এই গ্রেফতারের ঘটনা পূর্ব বর্ধমানের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 12 =