নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়না :: মঙ্গলবার ২২,জুলাই :: পূর্ব বর্ধমান জেলার রায়না থানার বোকড়ায় উল্টে গেল পশুখাদ্য বোঝাই লরি। ঘটনাটি ঘটেছে । স্থানীয় সূত্রে জানা যায়, রায়না-আদমপুর রোডের বোকড়া আশুততলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি নয়নজুলিতে পড়ে যায়।যদিও এই দুর্ঘটনায় কেউ আহত হননি বলে জানা গেছে। গাড়িতে থাকা পশুখাদ্য উদ্ধার করা হয়েছে। ঘটনায় এলাকায় সাময়িক চাঞ্চল্য ছড়ায়।