নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান ::  মঙ্গলবার ৫,ডিসেম্বর ::  পূর্ব বর্ধমান জেলা কৃষক ও কৃষক বাঁচাও কমিটির পক্ষ থেকে বর্ধমানের কার্জনগেটে মঙ্গলবার এক বিক্ষোভ সভার আয়োজন করা হয় ।পাশাপাশি আউসগ্ৰাম ২নম্বর ব্লকের এড়াল
এবং ভাল্কী অঞ্চলে বোরো চাষে সেচের জল দেওয়ার দাবিতে জেলাশাসকের নিকট একটি স্বারকলিপি প্রদান করা হয়,তারা জানান সারের কালো বাজারি ফসলের ন্যায্য দাম সহ আরও অনান্য দাবি নিয়ে তারা জেলাশাসকের নিকট স্বারকলিপি প্রদান করেন।
