পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে শনিবার রাতে শহরজুড়ে রুট মার্চ করা হলো।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ৬,জুলাই :: রবিবার ৬ জুলাই পবিত্র মহরম উপলক্ষে ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই উদ্দেশ্যে পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে শনিবার রাতে শহরজুড়ে রুট মার্চ করা হলো।এদিন বর্ধমান সদর থানা থেকে উত্তর ফটোক পর্যন্ত চলে এই রুট মার্চ।

এই রুট মার্চে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার অর্ক ব্যানার্জি। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে পুলিশ বাহিনী রুট মার্চে অংশ নেয়। পুলিশের তরফে জানানো হয়েছে, শান্তিপূর্ণভাবে মহরম পালনের লক্ষ্যে

এই রুট মার্চ একটি সতর্কতামূলক পদক্ষেপ। কোনও ধরনের গুজব বা উত্তেজনা যাতে না ছড়ায়, সেই বিষয়েও সাধারণ মানুষকে সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে। জেলা পুলিশের এই পদক্ষেপে শহরবাসীর মধ্যে আস্থা তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =