পূর্ব বর্ধমান জেলা শাসকের কার্যালয়ে তিনটি জেলার শিক্ষা ব্যবস্থা নিয়ে এক গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের আলোচনা বৈঠক অনুষ্ঠিত হল।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ৭,ডিসেম্বর :: পূর্ব বর্ধমান জেলা শাসকের কার্যালয়ে তিনটি জেলার শিক্ষা ব্যবস্থা নিয়ে এক গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের আলোচনা বৈঠক অনুষ্ঠিত হল।

এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি (শিক্ষা) বিনোদ কুমার। তাঁর নেতৃত্বেই মূলত শিক্ষা সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সূত্রের খবর, বৈঠকে পূর্ব বর্ধমানের পাশাপাশি আরও দুটি জেলার শিক্ষা পরিকাঠামো, বিদ্যালয় পরিচালনা, শিক্ষক নিয়োগ, শিক্ষার্থীদের উপস্থিতি, পরিকাঠামোগত উন্নয়ন, মিড-ডে মিল, ডিজিটাল শিক্ষা ব্যবস্থা এবং পরীক্ষার ফলাফলের সার্বিক পরিস্থিতি নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়।

বিশেষভাবে গ্রামীণ এলাকার স্কুলগুলির পরিকাঠামোগত ঘাটতি, ছাত্রছাত্রীদের ঝরে পড়া রোধ এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের উপর জোর দেওয়া হয়।

বৈঠকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সমস্যা ও প্রস্তাব তুলে ধরা হয়। সেই সঙ্গে দ্রুত সমাধানের জন্য প্রিন্সিপাল সেক্রেটারির কাছে একাধিক সুপারিশও পেশ করা হয়।

শিক্ষা দফতরের আধিকারিকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনে বিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নয়ন, আধুনিক শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের জন্য আরও সুযোগ-সুবিধা বাড়ানোর লক্ষ্যে একাধিক উদ্যোগ গ্রহণ করা হবে।

বৈঠক শেষে প্রিন্সিপাল সেক্রেটারি বিনোদ কুমার আধিকারিকদের সঙ্গে পৃথকভাবে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং দ্রুত সমস্যাগুলির সমাধানে প্রয়োজনীয় নির্দেশ দেন।

প্রশাসনিক সূত্রে খবর, এই বৈঠকের ফলস্বরূপ আগামী দিনে তিন জেলার শিক্ষা ব্যবস্থায় একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন ও উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া হতে চলেছে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + four =