নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: সোমবার ১১,আগস্ট :: পূর্ব ভারতের প্রথম এসি লোকাল ট্রেন পরিষেবা চালু হল শিয়ালদহ-রানাঘাট শাখায় । সোমবার থেকে সাধারণ যাত্রীরা সফর করতে পারবেন। এসি লোকালে মোট ১২টি কামরা থাকছে । আসন সংখ্যা ১১২৬ ।সোমবার থেকে শনিবার পর্যন্ত এই পরিষেবা মিলবে। প্রাথমিক পর্যায়ে এই এসি লোকাল সব স্টেশনে থামবেনা। রানাঘাট শিয়ালদহ রুটে ট্রেন ছাড়ার পর পর চাকদহ, কল্যাণী, কাঁচরাপাড়া, নৈহাটি, ব্যারাকপুর , খড়দহ, সোদপুর, দমদম ও বিধাননগর স্টেশনে গাড়ি দাঁড়াবে।
রানাঘাট স্টেশন থেকে সকাল ৮টা ৩২ মিনিটে ট্রেনটি রওনা দিয়ে শিয়ালদহ পৌঁছবে সকাল ১০:১০ মিনিটে। শিয়ালদহ স্টেশন থেকে সন্ধ্যা ৬:৫০ মিনিটে ফিরতি পথে যাত্রা শুরু করে রানাঘাট পৌঁছবে রাত ৮টা ৩২মিনিট নাগাদ।