পূর্ব মেদিনীপুরের পটাশপুর ২ নং ব্লকের মহিলারা অকাল হোলি উৎসবে মাতলেন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পটাশপুর :: শনিবার ১০,ফেব্রুয়ারি :: বৃহস্পতিবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করে রাজ্য সরকার । সেই কারণে পূর্ব মেদিনীপুরের পটাশপুর ২ নং ব্লকের মথুরা অঞ্চলের মহিলারা এক প্রকার অকাল হোলি উৎসবে মাতলেন। সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে ২ কোটি ১১ লক্ষ মহিলা আর্থিক সহায়তা পাচ্ছেন।

এবার সেই প্রকল্পে সাধারণ উপভোক্তাদের ভাতা বেড়ে দ্বিগুণ হয়েছে। মাসে আর ৫০০ টাকা নয়। এবার প্রতি মাসে ১ হাজার টাকা করে পাবেন সাধারণ শ্রেণিভুক্ত মহিলারা। তফসিলি জাতি, উপজাতির মহিলাদের জন্য বাড়ানো হয়েছে ২০০ টাকা। এবার প্রতি মাসে তাঁরা পাবেন ১২০০ টাকা করে।

এই ঘোষণার পর মমতা বন্দোপাধ্যায়ের ছবি ও লক্ষীর ভান্ডার হাতে নিয়ে আবির খেলে উৎসবের মেজাজে মাতলেন মহিলারা। উপস্থিত ছিলেন মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি বরুণ গিরি,মহিলা নেত্রী মিতালি জানা কুইলাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 6 =