পূর্ব মেদিনীপুরে বিভিন্ন দূরপাল্লার গাড়ি প্রয়োজনীয় নথিপত্র ছাড়াই রুটে চলাচল করছে ?

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: বিভিন্ন দূরপাল্লার গাড়ি প্রয়োজনীয় নথিপত্র ছাড়াই রুটে চলাচল করছে।এই অভিযোগ দীর্ঘদিনের।বিভিন্ন বাসের রুট পারমিট, ইন্সুরেন্স কাগজ, টায়ার সহ বিভিন্ন টেকনিক্যাল জিনিস ঠিক না থাকা সত্ত্বেও দিব্যি চলাচল করছে বাস গুলি।পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের উপর দিয়ে |

কয়েক মাস ছাড়া চেকিং সত্ত্বেও কিভাবে এই ব্যবস্থা দীর্ঘদিন ধরে চলে আসছে তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।তাহলে কি সর্ষের মধ্যেই ভূত ? বুধবার সকালে ঘাটাল পাঁশকুড়া বাসস্টপ অর্থাৎ ঘাটাল কলেজ মোড়ে এম ভি আই চেকিং হল।ছিলেন ঘাাটাল আরটিও জয়দ্রথ সাহা।
মূলত দেখা হচ্ছে বাসের রুট পারমিট, ইন্সুরেন্স কাগজ , রিসল টায়ার সহ সহ বিভিন্ন টেকনিক্যাল জিনিস। দেখা গেল, ডানলপ রুট সহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাসে প্রয়োজনীয় পরিকাঠামোগত নথিপত্র নেই।এই বিষয়ে আরটিও জয়দ্রথ সাহা বলেন, আমাদের চেকিং চলে। যাদের প্রয়োজনীয় নথিপত্র নেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাস মালিক প্রভাত পান ও অরুপ ঘোষ বলেন, কিছু বাসের কাগজপত্রের সমস্যা রয়েছে, আমরা সংগঠন থেকে বার বার বলেছি কেউ কর্নপাত করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 18 =