নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: এগরা :: রাজ্যে বিক্ষোভ অব্যাহত ! এবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার সামনে বিক্ষোভ দেখালো পুরসভার ঠিকাদাররা। দীর্ঘ ১৫ বছর ধরে বকেয়া বিলের দাবিতে এগরা পুরসভার সামনে অবস্থান ও বিক্ষোভ দেখালো পুরসভার ঠিকাদারেরা।
মঙ্গলবার সকালে এগরা পুরসভার গেটের সামনে পুরসভা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন এগরায় পুরসভার ঠিকাদারেরা। বিক্ষোভকারী ঠিকাদারদের অভিযোগ, দীর্ঘ ১৫ বছর ধরে পুরপ্রধান নির্দেশে কাজ করার পরেও মেলেনি টাকা। একাধিকবার প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে জানালেও করেও ঠিকাদারদের আজ পর্যন্তও সমস্যার কোন সুরাহা হয়নি।
শুধুই মেলে আশ্বাস। কিন্তু দুর্ভোগ আর কমেই না। পুজোর মরসুমে ঠিকাদারেরা খুবই সমস্যায় পড়েছেন। তাদের দাবি, ঋণ ধার করে ও বাড়ির সোন গহনা বন্ধক রেখে এবং ব্যাঙ্ক থেকে লোন করে টাকা নিয়ে এগরায় পুরসভায় বহু কাজ করেছেন। তারপরেও উদাসীন পুর প্রশাসক। আগামী দিনে বকেয়া টাকা না মিললে বৃহওর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন ঠিকাদারেরা।