পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ২০ নম্বর মহিলা বেড থেকে রোগী উধাও ! ছড়িয়েছে চাঞ্চল্য।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তমলুক :: শুক্রবার ২৮,জুন :: পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ২০ নম্বর মহিলা বেড থেকে রোগী উধাও ! ছড়িয়েছে চাঞ্চল্য। চিন্তায় পরিবারের লোকজন। হাসপাতালের বেড থেকে নিখোঁজ হওয়া রোগীর নাম বাসন্তী রায়(৪৫)। স্বামীর নাম মাখন রায়। নন্দকুমার ব্লকের বর গোদারগোদা গ্রামের বাসিন্দা।

গত ইং ২৬ জুন ২০২৪, বুধবার বিকালে বাসন্তী রায় বাড়িতে থাকাকালীন শ্বাসকষ্ট দেখা দেয়। তড়িঘড়ি করে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসার জন্য বাড়ির লোকজন ভর্তি করান। রোগীর কাছে অর্থাৎ বাসন্তী রায়ের কাছে তাঁর নিজের বৌমা কল্যাণী রায় ছিলেন।

শুক্রবার হাসপাতাল থেকে রোগীকে ছেড়ে দেওয়ার কথা বলে জানিয়েছেন রোগীর বৌমা কল্যাণী রায়। গত রাত্রিতে কল্যাণী রায় রোগীর বেডের পাশে ঘুমিয়ে পড়েন। ঘুম ভেঙ্গে দেখে বেডে আর শ্বাশুড়ি মা অর্থাৎ বাসন্তী রায় শুয়ে নেই। রাত থেকে খোঁজাখুঁজি চলছে। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

বাসন্তীদেবির নাতি রাজু রায় জানান, ঘটনার খবর পেয়ে আমরা চিন্তায় পড়ে গিয়েছি। হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি। রাতে কিভাবে একটি রুগি নিখোঁজ হয়ে যেতে পারে? বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় থানায় অভিযোগ জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + eleven =