পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ নতুন বছরে ডায়েরি প্রকাশ করেছে। আর সেই ডায়েরি নিয়েই শুরু হয়েছে তৃণমূলের অন্তরে বিতর্ক।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁথি :: রবিবার ১৯,জানুয়ারি :: তৃণমূল পরিচালিত পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ নতুন বছরে ডাইরি প্রকাশ করেছে। আর সেই ডাইরি নিয়েই শুরু হয়েছে তৃণমূলের অন্তরে বিতর্ক। কাঁথি সমবায় ব্যাংকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের রেশ কাটতে না কাটতেই, এই ডাইরি বিতর্ক সামনে এলো। তাই ফের অসস্তিতে তৃণমূল।

পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের রেশ যেন থামছে না। কাঁথি সমবায় ব্যাংকের তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই চরম আকার ধারণ করেছিল। একদিকে প্রাক্তন মন্ত্রী অখিল গিরি গোষ্ঠী। অন্যদিকে জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিকের টিম। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে সেই কাজিয়া আপাতত সীমিত হয়েছে।

কিন্তু ফের এই দুই গোষ্ঠীর মধ্যে মতবিরোধ প্রকাশ্যে এসেছে। সৌজন্যে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের নতুন বছরের ডায়েরি। যেখানে পূর্ব মেদিনীপুরের পাঁচটি পৌরসভার চেয়ারম্যানদের মোবাইল নাম্বার ছাপানো হয়েছে। জনগণ যাতে সহজে পরিষেবা পেতে পারেন তার জন্য এই প্রয়াস।

কিন্তু বিপত্তি দেখা দিয়েছে কাঁথি পৌরসভার চেয়ারম্যানের মোবাইল নাম্বার নিয়ে। কারণ জেলা পরিষদের ডাইরিতে যে নাম্বার ছাপানো হয়েছে সেটা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীর। সৌমেন্দু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছোট ভাই। তিনি এখন কাঁথি লোকসভার বিজেপি সাংসদ।

আর বর্তমানে কাঁথি পৌরসভার চেয়ারম্যান হলেন প্রাক্তন মন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি। তিনি বর্তমানে জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি পদেও রয়েছেন। জেলা পরিষদের এই মোবাইল নাম্বার বিভ্রাট নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রকাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =