পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জরুরি তৎপরতায় মৃতদেহগুলি ফিরিয়ে আনা হয়। এগরার মহকুমা শাসকের নির্দেশে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ৪ টি মৃতদেহ নিয়ে আসা হয়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: এগরা :: বুধবার ১৭,এপ্রিল :: ওড়িশার জাজপুরে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হয়ছে পূর্ব মেদিনীপুর জেলার ৪ জনের । পাশাপাশি আহত হয়েছে জেলার ১২ জন। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জরুরি তৎপরতায় মৃতদেহগুলি ফিরিয়ে আনা হয়। এগরার মহকুমা শাসকের নির্দেশে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ৪ টি মৃতদেহ নিয়ে আসা হয়।

মহকুমা শাসক মঞ্জিত কুমার যাদব, এগরার থানার আইসি অরুন কুমার খাঁ ও স্থানীয় বিধায়ক তরুণ কুমার মাইতির উপস্থিতিতে মৃতদেহগুলি শনাক্তকরণ করে তাঁদের পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়। পাশাপাশি এগরার বিধায়ক মৃতদেহগুলিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। এদিন সার্বিকভাবে সহযোগিতা করেন এগরা পুরসভার ১২নং ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সাউ।

দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশাপাশি প্রশাসনিক কর্তাদের তৎপরতা বেড়ে যায়। উড়িষ্যা রাজ্য প্রশাসনের সাথে যোগাযোগ করে আহতদের সঠিক চিকিৎসার ব্যবস্থা ও মৃদেহগুলি রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষনা করেছেন আহত ও মৃতদের পরিবারের পাশে থেকে তাদের সাহায্যের হাত বাড়ানোর পাশাপাশি সব রকম ব্যবস্থা করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়ার পর জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিদের পাশাপাশি জনপ্রতিনিধিরা পরিবারের পাশে দাঁড়ায়। মৃতদেহ গুলি রাজ্যে ফিরিয়ে এনে পরিবারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + ten =