কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বিশেষ পরিচ্ছন্নতা অভিযান 2.0এর অংশ হিসেবে মালদা বিভাগ রেলওয়ে কলোনিগুলিতে একটি পরিষ্কার, স্বাস্থ্যকর, এবং স্যানিটারি পরিবেশের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে।
পূর্ব রেলের মালদা বিভাগ এই নিয়ে একটি পরিকল্পনা তৈরি করেছে যার অধীনে মালদার আটটি রেলওয়ে কলোনির জন্য মনোনীত অফিসারদের সচেতনতা বিকাশ সম্পূর্ণ পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং স্যানিটারি অনুশীলন গুলি বাস্তবায়নের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে । এটিও বোঝা যায় যে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা প্রচারের ক্ষেত্রে বাসিন্দাদের অংশগ্রহণ একটি মূল কারণ ।
আজ (29.10.22)সকাল সাড়ে সাতটায় এই স্বচ্ছতা অভিযান চালানো হয় মালদা টাইপ ওয়ান কলোনিতে যেখানে উপস্থিত ছিলেন রেলওয়ে ডিআরএম শ্রী বিকাশ চৌবে সহ অন্যান্য শাখা আধিকারিকরা এবং স্কাউট অ্যান্ড গাইড এর টিম এবং সেই এলাকার বাসিন্দারা যারা সকলে মিলে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন ।
শুধু তাই নয় এলাকার মহিলারা এবং ছোট ছোট বাচ্চারা সক্রিয়তার সাথে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।