পূর্ব সাতগাছিয়ায় গ্রামবাসীদের উদ্যোগে ও মাটি চুরি প্রতিরোধ কমিটির ডাকে সাতগাছি পঞ্চায়েত অফিসের সামনে অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার এক বিক্ষোভ সভা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ১,মে :: পূর্ব বর্ধমানের পূর্ব সাতগাছিয়ায় গ্রামবাসীদের উদ্যোগে ও মাটি চুরি প্রতিরোধ কমিটির ডাকে সাতগাছি পঞ্চায়েত অফিসের সামনে অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার এক বিক্ষোভ সভা।

অভিযোগ, দোলতলা সংলগ্ন গঙ্গার চর থেকে বেআইনিভাবে মাটি কেটে তা পাচার করে বিক্রি করা হচ্ছে। এই দুর্নীতির প্রতিবাদেই পথে নামেন স্থানীয় বাসিন্দারা।

বিক্ষোভ চলাকালীন স্থানীয় কয়েকজন মাটি কাটার সঙ্গে যুক্ত ব্যক্তির সঙ্গে বিক্ষোভকারীদের বচসা বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পৌঁছায় পুলিশ।

গ্রামবাসীদের অভিযোগ, বিক্ষোভ চলাকালীন তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য তাঁদের কাছ থেকে মাইক কেড়ে নেন। যদিও সাতগাছি পঞ্চায়েত প্রধান হরেকৃষ্ণ মণ্ডল জানান, পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্যই এই মাটি ব্যবহার করা হচ্ছে।

তিনি আরও দাবি করেন, “যদি প্রমাণ হয় ধাত্রীগ্রামে মাটি পাচার হয়েছে, তাহলে আমি চেয়ার ছেড়ে দেবো।” তাঁর মতে, মাটি কাটার সিদ্ধান্ত ২৮ জন পঞ্চায়েত সদস্যের সম্মতিতেই নেওয়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + seventeen =