নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বুধবার ১১,ডিসেম্বর :: পৃথক কোচবিহার রাজ্যের দাবিতে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন এর রেল ষ্টেশনে অবরোধ শুরু হল।রেল লাইনে কয়েক হাজার কর্মী সমর্থক। জোরাই রেল স্টেশনে অবরোধ শুরু করলেন গ্রেটার কোচবিহার পিপলস এসোসিয়েশনের সদস্যরা।
রেল পুলিশ প্রথমে তাদের আটকানোর চেষ্টা করলেও তারা স্টেশন চত্বরে প্রবেশ করে অবরোধ শুরু করে দেয়। ইতিমধ্যেই বেশকিছু ট্রেন এই কর্মসূচির জন্য রেল দপ্তরের পক্ষ থেকে ক্যানসেল করা হয়েছে। কিছু ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে ।
মূলত দুটি দাবিকে সামনে রেখে তাদের রেলের উপর কর্মসূচি। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা বংশী বদন বর্মনের বলেন, কেন্দ্র সরকারের পক্ষ থেকে সঠিক উত্তর এলেই তারা আন্দোলন তুলে নেবেন ।