নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ২০,জানুয়ারি :: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল মালদহ জেলা পুলিশ।
এক রাতের মধ্যেই উদ্ধার করা হয়েছে মোট ১০টি পাইপগান, ৫টি সেভেন এমএম আগ্নেয়াস্ত্র ও ২৫ রাউন্ড কার্তুজ। পুলিশের প্রাথমিক অনুমান, বিহার থেকে এই আগ্নেয়াস্ত্রগুলি এনে পাচারের ছক কষা হয়েছিল।
প্রথম অভিযানে ইংরেজবাজার থানার পুলিশ মিল্কি এলাকা থেকে গ্রেপ্তার করে মইনুল হাসান (২০) নামে এক যুবককে।
ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ১০টি পাইপগান, একটি সেভেন এমএম আগ্নেয়াস্ত্র এবং ৫ রাউন্ড কার্তুজ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল।
তবে তার আগেই পুলিশের জালে ধরা পড়ে মইনুল। ধৃতের বাড়ি মুর্শিদাবাদ জেলার লালগোলার মির্জাতপুর এলাকায়। অন্যদিকে, একই রাতে কালিয়াচক থানার
পুলিশ সুজাপুর এলাকা থেকে গ্রেপ্তার করে আনারুল হক (৪৫) নামে এক ব্যক্তিকে। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে ৪টি সেভেন এমএম আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ। আনারুলের বাড়ি মালদহ জেলার গোলাপগঞ্জে।
পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, উদ্ধার হওয়া সমস্ত আগ্নেয়াস্ত্রই বিহার থেকে আনা হয়েছে এবং সেগুলি পাচারের পরিকল্পনা করা হয়েছিল। এই ঘটনার পিছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মালদহ জেলা পুলিশ।

