নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: পেট্রাপলের পর এবার মালদার মহদীপুর সীমান্তে চালু হচ্ছে সুবিধা অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে চলবে সীমান্ত বাণিজ্য। কিন্তু পরিকাঠামোর উন্নয়ন না করে এই অ্যাপ চালু নিয়ে শুরু হয়েছে বিতর্ক। রপ্তানি কারকদের অভিযোগ সরকারি পার্কিংয়ের ব্যবস্থা না করে এই অ্যাপ চালু করা হচ্ছে। এই অ্যাপ চালু হলে ক্ষতির সম্মুখীন হবেন তারা।
সরকারি পার্কিংয়ের জন্য জমি নির্দিষ্ট করা হয়েছে। সরকারি অনুমোদন পেলেই শুরু হবে কাজ। জানিয়েছেন মালদার জেলাশাসক। আর এই অ্যাপ চালু নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
ইতিমধ্যেই পেট্রাপোলে চালু হয়েছে সুবিধা অ্যাপ। সোমবার থেকে মালদার মহদীপুর সীমান্তে এই অ্যাপ চালু করতে চলেছে মালদা জেলা প্রশাসন। ১০ হাজার টাকা দিয়ে অ্যাপের মাধ্যমে স্লট বুকিং করতে হবে রপ্তানি কারকদের। এই অ্যাপ থেকে নির্দিষ্ট দিন এবং সময় জানিয়ে দেওয়া হবে রপ্তানি কারককে। সেই দিনেই পণ্য নিয়ে বাংলাদেশের যেতে পারবে নির্দিষ্ট নম্বরের লরি।
এখন থেকে এইভাবে নিয়ন্ত্রিত হবে সীমান্ত বাণিজ্য। আর এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি মোহাম্মদ ফজলুল হক বলেন, এক গাড়ি পাথর বাংলাদেশের রপ্তানি করে তিন হাজার টাকা লাভ হয়।
সরকারকে যদি ১০ হাজার টাকা করে দিতে হয় তাহলে ৭০০০ টাকা করে ক্ষতির সম্মুখীন হবেন ব্যবসায়ীরা। ক্ষতি করে ব্যবসা করা সম্ভব নয়। মালদা জেলায় বহু মানুষ মহদীপুর সীমান্তে ব্যবসার সাথে যুক্ত। সমস্যায় পড়বেন সবাই।