নিজস্ব প্রতিবেদক :: সংবাদ প্রবাহ :: কান্দি :: অস্বাভাবিক পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ একাধিক পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার বিকেলে বিক্ষোভ সভার আয়োজন করলো কান্দি শহর ও ব্লক ছাত্র ও যুব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।কেন্দ্র সরকারের প্রতি এক রাশ ক্ষোভ উগরে দিয়ে এদিনের সভায় তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা পেট্রোপণ্যের দাম অবিলম্বে না কমানো হলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলনের দিকে এগোবে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে।
এদিনের এই বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন কান্দি বিধানসভার বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক, কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি রাজবংশী, কান্দি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি তরুণসুন্দর ত্রিবেদী, কান্দি পৌরসভার সহকারি পৌরপিতা গৌরী সিনহা বিশ্বাস ।
উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক দেবাশীষ চ্যাটার্জী, কান্দি পৌরসভার একাধিক নবনির্বাচিত পৌরসদস্যরা, কান্দি শহর ও ব্লক তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব ও তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা।