উদয় ঘোষ :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: পেট্রোল ও ডিজেলের দাম কমানোর দাবিতে বিজেপির মিছিলে ধুন্ধুমার বর্ধমানে। শুক্রবার দুপুরে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্ব বিজেপির মিছিল বের হয়। শহরের বীরহাটা থেকে মিছিলটির কার্জন গেট পর্যন্ত যাওয়ার কথা ছিল। কিন্তু, শুরুর আগেই পুলিস মিছিলটিকে আটকে দেয়। এনিয়ে সাময়িক উত্তেজনা ছড়ায়।
এদিন সকাল থেকেই জিটি রোডে বীরহাটা মোড়ে একটি রাস্তা আটকে পুলিশ ব্যারিকেড তৈরি করে। গণ্ডগোলের আশঙ্কায় প্রচুর পুলিশ রাস্তায় মোতায়েন করা হয়। মিছিল বের হলে পুলিস তা আটকে দেয়। বিজেপি কর্মী সমর্থকরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। এই নিয়ে পুলিশ ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বেশ কিছুক্ষণ চরম ধস্তাধস্তি চলে। তারপর রাস্তা বসে পড়েন দিলীপ। পরে তৃণমূল বিধায়ক উদয়ন গুহর বিএসএফের নিন্ত্রণাধীন এলাকা কমানোর দাবির তীব্র সমালোচনা করেন তিনি।
এ প্রসঙ্গে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি বলেন, বিএসএফের গুলিতে দু’জন বাংলাদেশী মারা গিয়েছে। তা নিয়ে ওনার কি হচ্ছে? গরু পাচারকারীদের মৃত্যুতে তাঁর দুঃখ হচ্ছে। আসলে গরু পাচার কারীরাই তৃণমূলকে ভোট দেয়। উনি বাংলাদেশীদের দয়ায় ১ লক্ষ ৬৭ হাজার ভোটে জিতেছেন। বাংলাদেশীরাই তাঁকে জিতিয়েছে। তাই, বিএসএফের পরিধি বাড়ানো নিয়ে তাঁর এত বিরোধিতা।