পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাঁকুড়ার জয়পুরে জয়পুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জয়পুরে মহা মিছিল

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: দিনদিন রান্নার গ্যাসের দাম বেড়েই চলেছে কমার কোনো নাম গন্ধ নেই । তাই হেসলে লেগেছে আগুন, তাই পথে নামলেন সাধারণ মানুষ। মোদি সরকার ফ্রিতে গ্যাস দিয়ে লাগাতার গ্যাসের দাম বৃদ্ধি করে সেই টাকা উসুল করার লক্ষ্যে দিন দিন মূল্যবৃদ্ধি করেই চলেছে, তাই আজ তারই প্রতিবাদে রাজ্যের বিভিন্ন ব্লকে তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা পথে নেমেছে।

গত কালকের মিছিলেও পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে মিছিল করতে দেখা যায় আজও তার ব্যাতিক্রম নয় । পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল মহিলা ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীরা হাজার হাজার মা ও বোনেরা | তাদের বাড়ির কাজকর্ম বন্ধ করে দিয়ে আজ এই পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি জন্যে এই মিছিলে পা মেলালেন।

আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মহিলা সাধারণ সম্পাদিকা সুষমা রায় ও জয়পুর ব্লক মহিলা সভানেত্রী শর্মিষ্ঠা ব্যানার্জি এছাড়াও উপস্থিত ছিলেন জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়ামিন শেখ |

এ ছাড়াও  দিলীপ খাঁ জাকির শেখ বাবর আলী কোটাল মহাদেব কুন্ডু ও অনিল দে সহ একাধিক নেতৃত্ব বৃন্দ এই মিছিলে পা মেলালেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + eight =