নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ৯,জানুয়ারি :: “পেট ভরা ভাত চাই”—এই স্লোগানকে সামনে রেখে নিজেদের দীর্ঘদিনের বঞ্চনার প্রতিবাদে জেলাশাসকের কাছে ডেপুটেশন দিলেন সিভিল ডিফেন্সের আপদ মিত্ররা।
শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশনের ডাকে জেলা প্রশাসনিক দপ্তর অভিযান কর্মসূচিতে সামিল হন সংগঠনের সদস্যরা।এদিন বর্ধমান রেল স্টেশন চত্বর থেকে মিছিল শুরু করে জেলাশাসক দপ্তরে পৌঁছন আন্দোলনকারীরা।
সুশৃঙ্খল মিছিলের মধ্য দিয়ে তাঁরা নিজেদের বিভিন্ন ন্যায্য দাবি লিখিত আকারে প্রশাসনের কাছে জমা দেন। আন্দোলনের অভিনব রূপ হিসেবে থার্মোকলের পাতায় দাবিদাওয়া লিখে হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন সিভিল ডিফেন্স কর্মীরা, যা নজর কাড়ে সকলের।

