সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: সোমবার ২৬,ফেব্রুয়ারি :: ৭১ বছর আগের ঘটনা, ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ৬ দিনের টেস্ট ম্যাচে পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালে ভারত ওয়েস্ট ইন্ডিজের সামনে ব্যাট করতে নামে। ওয়েস্ট ইন্ডিজের আগুনে বোলিংয়ের সামনে ২৭৯ তুলে অল আউট হয়ে যায় ভারত।
খেলার দ্বিতীয় দিন ২০ তারিখ এবং ২১ তারিখ গোটা দিন ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ২৮০/৫ তোলে। পরের দিন ছিল ২২ তারিখ বিশ্রাম। ২৩ তারিখ খুব তাড়াতাড়ি ওয়েস্ট ইন্ডিজ আউট হয়ে যায় ৩১৫ রানে। ওয়েস্ট ইন্ডিজের দিগগজ ব্যাটসম্যান এভার্টন উইকস ১৬১ করেন। ৫ উইকেট নেন সুভাষ গুপ্তে।
ভারত মাত্র ৩০ মিনিটের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে ১০ রানের মধ্যে ড্রেসিং রুমে চলে যান পঙ্কজ রায়, রামচাঁদ, মঞ্জেরেকার ।মাধব আপ্তে ,আর পলি উমরিগড় দিনের বাকি সময়ে কাটিয়ে দেন। দিনের খেলা যখন শেষ হয় ভারতের রান ১১৮/৩। আপ্তে ২ ঘন্টা ৩৯ মিনিট কাটিয়ে নিজের অর্ধশত রান পূরণ করেন।
পরের দিনে সকালে পলি (১৭০ মিনিটে ৬৭,৬×৪) আউট হন দলের তখন দলের রান ১৪৫।
এরপর ব্যাটিং করতে নামেন হাজারে। লাঞ্চে পর্যন্ত হাজারে ৮, আপ্তে ৮০ রান করে অপরাজিতা থাকেন। এরপর নিজের শতরান পূরণ করেন আপ্তে। সময় নেন ৩৩২ মিনিটে। হাফ সেঞ্চুরি থেকে সেঞ্চুরি করতে সময় লেগে যায় ২ ঘন্টা ৫৩ মিনিট। দিনের শেষে ভারত ২৮৭/৬। আপ্তে ব্যক্তিগত ১৪১ অপরাজিত, মানকড় ৪৩ অপরাজিত।
শেষ দিন ভারত আরও ৭৫ রান যোগ করলো। মানকড় পায়ে টান ধরায় আউট হলেন ২১৪ মিনিটে ৯৬ করে । দলের রান ৩৬২/৭ । আপ্তে ৫৮৪ মিনিটে ১৬৩ অপরাজিত , আপ্তে ১০০ থেকে ১৫০ করতে সময় নেন তিন ঘন্টা ২০ মিনিট। নিঃসন্দেহে এটাই হলো প্রথমবার ৫০০ বল খেলার উদাহরণ কোন ভারতীয় ক্রিকেটারের টেস্ট ম্যাচে।
এই রেকর্ড বহু বছর পর পূজারা স্পর্শ করেন। কারণ ভারত মোট ২০০ ওভার ১২০০ টি বল খেলেছিল। আপ্তে ওপেন করেছিলেন সেই ম্যাচে , যার ফলে নিঃসন্দেহে ৫০০ বলের বেশি খেলেন।