নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হুগলি :: শুক্রবার ১২,ডিসেম্বর :: পোলবার মহানাদের পথশ্রী প্রকল্পের উদ্বোধনে উপস্থিত জেলা শাসক। আজ বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়া থেকে মোট কুড়ি হাজার কিলোমিটারেরো বেশি রাস্তা শিলান্যাশ করেন পথশ্রী প্রকল্পের।
সেই মতন এই দিন হুগলির জেলা স্তরের অনুষ্ঠান হয় পোলবার মহানাদ শীতলা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়া থেকে ভার্চুয়ালি এদিন উদ্বোধন করেন পোলবা দাতপুর ব্লকের মহানাদ গ্রাম পঞ্চায়েতের মহানাদ শীতলা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি ৩৪৫মিটারে ঢালাই রাস্তা।
আগামী দু মাসের মধ্যে এই রাস্তার কাজ সম্পন্ন হবে বলে জানালেন জেলাশাসক । এদিন মহানাদের এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়েছিলেন রাজ্যের কৃষি সচিব ওঙ্কার সিংহ মিনা,
হুগলি জেলাশাসক খুরশিদ আলী কাদরী সহ জেলা প্রশাসন ও রাজ্য প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা, পাশাপাশি উপস্থিত ছিলেন পোলবা দাতপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক।
সপ্তগ্রাম বিধায়ক তপন দাশগুপ্ত, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার চাপদানির বিধায়ক অরিন্দম গুঁই সহ হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের অন্যান্য কর্মাধ্যক্ষরা পাশাপাশি বিভিন্ন জেলা পরিষদের সদস্য সহ ব্লক প্রশাসন ও পঞ্চায়েত প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা।

