পোস্ট অফিসের ভেতর হাঁটুর সমান জল , জল নিকাশি ব্যবস্থা না থাকায় ক্ষুব্ধ সাধারণ মানুষ , দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস বাঁকুড়া প্রশাসনের ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: সোমবার ১৭,সেপ্টেম্বর :: বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা জলমগ্ন , আকুই পোস্ট অফিসের ভেতর হাঁটুর সমান জল , জল নিকাশি ব্যবস্থা না থাকায় ক্ষুব্ধ সাধারণ মানুষ , দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস প্রশাসনের ।

গত চার দিনের টানা বৃষ্টিতে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি ইন্দাস ব্লকের আকুই গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে । চরম সমস্যার মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষদের । আকুই পোস্ট অফিসের ভেতর হাঁটু সমান জল ।

সাধারণ মানুষের অভিযোগ , একটু বৃষ্টি হলেই এই সমস্ত এলাকা জলমগ্ন হয়ে পড়ে সমস্যায় পড়তে হয় পোস্ট অফিসে আসা সাধারণ মানুষদের । রাস্তার উপর হাটু সমান জল থাকায় জীবনের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষদের ।

সবথেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে রোগী এবং স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের । সাধারণ মানুষরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানাচ্ছেন , এলাকায় নিকাশি নালা থাকলেও তা সংস্কারের অভাবে বুঝে গেছে । যার কারণেই একটু বৃষ্টি হলেই এলাকা জলমগ্ন হয়ে পড়ছে । প্রশাসনের কাছে অনুরোধ দ্রুত এই সমস্যার সমাধান করা হোক । প্রয়োজন থাকলেও অনেক সাধারন মানুষ বাড়ির বাইরে বের হতে পারছেন না । সব মিলিয়ে প্রাকৃতিক বিপর্যয়ে একেবারে বিধ্বস্ত সাধারণ মানুষদের স্বাভাবিক জীবনযাত্রা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =